বিএনপি নেতার পরিচয়ে সরকারি গজারি গাছ কেটে পাচার, লাকড়ি বানিয়ে হোটেলে বিক্রি

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বর্তমান খবর,শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গভীর গজারী বন থেকে গাছ কেটে পাচার করছে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীরা। বন থেকে এসব গজারি গাছ কেটে লাকড়ি বানিয়ে বিক্রি করছেন, বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে। পাশাপাশি রাতের আধারে গজারি গাছ কেটে পাচার করে,অর্থ হাতিয়ে নিচ্ছে এসব চক্রের সদস্যরা।

স্থানীয়সূএে জানা যায়,এলাকার কিছু অসাধু লোক বিএনপি দলের নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্ছে এসব অপকর্ম। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে,উপজেলার গোসিংগা বিটের আওতায় থাকা বিট কর্মকর্তারা এসে অভিযান চালায়। অভিযানে গোসিংগা ইউনিয়নের দরিখোজেখানী (নয়াপাড়া) গ্রামের মজিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম নুরুর বাড়ি থেকে এসব চুরাই গজারি কাঠের খন্ড ও লাকড়িসহ উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে যায় বন কর্মকর্তারা। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত নুরুল ইসলাম ৩৪(নুরু) সহ চক্রের সদস্যরা।

এ বিষয়ে গোসিংগা বিট অফিসের এক কর্মকর্তা জানায়,গোপন সংবাদের ভিওিতে খবরপেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অভিযুক্ত নুরুল ইসলামের বাড়ির উঠানে পাওয়া যায় গজারি গাছের খন্ড আর লাকড়ি। চুরাই কাঠ জব্দের সময় তাদের সাথে থাকা কোড়াল,ও কড়াত জব্দ করা হলে তাত্ক্ষণিকভাবে তারা অতর্কিত হামলা চালিয়ে করাত,দা,কুড়াল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের স্থানীয়দের সহায়তায় তাদের নাম পরিচয় পাওয়া যায়।

অভিযুক্ত নুরুল ইসলাম নুরু শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সদস্য বলে পরিচয় পাওয়া যায়। এছাড়াও ঐচক্রের অন্যতম সদস্য হলেন নুরুল ইসলামের সহোদর দুইভাই জহিরুল,মিলন সহ সহযোগী কামরুল,চানমিয়া,এবং তার ছেলে রুবেলসহ অনেকেই। যাদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

বন কর্মকর্তাদের হাত থেকে করাত,কুড়াল,ছিনিয়ে নেয়ার ঘটনা ও গজারি কাঠ জব্দের বিষয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা জনাব মো:মোকলেছুর রহমান জানায়,অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।