বর্তমান খবর,রংপুর ব্যুরো: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এবার বই উৎসব হবে না,কিন্তু বছরের শুরুর দিনই সকল শিশুর কাছে বই পৌঁছাবে। তিনি বলেন, প্রাথমিক পাঠ্যবইয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ইতিহাস আলোকচিত্র ও গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
আজ ১ ডিসেম্বর রবিবার দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের জন্য ডিজাইনিং কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। ডা. বিধান রঞ্জন রায় বলেন, আমাদের উদ্দেশ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা ফ্রি হ্যান্ড লিখনি, ঝড়ঝড়ে রিডিং এবং যোগ-ভাগ-গুণ অংকগুলো নিমিষেই করতে পারবে।
এবার আমরা কোনো উৎসব করবো না। এরমধ্যে অনেক বই ছাপা হয়ে গেছে। বছরের শুরুতেই বই পৌঁছাবে শিশুদের হাতে। পাঠ্যপুস্তকের বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। থাকছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস। পরে তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
সোমবার রংপুর বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়,মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা এবং পিটিআই পরিদর্শন করবেন।