পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া লক্ষ্যে কাজ করছে পুলিশ – পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

বর্তমান খবর,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেছেন,পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া লক্ষ্যে কাজ করছে পুলিশ। পুলিশিং সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধির লক্ষ্যে করছে পুলিশ।

তিনি আরও বলেন, মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা, সেটা পুলিশ সদস্য হোক, রাজনৈতিক বা অন্য যে কেউ মাদকের সাথে সম্পৃক্ত হলে চরম মূল্য দিতে হবে। পুলিশিং সেবার মাধ্যমে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শনিবার দুপুরে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,’এই প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে দূর্গম যমুনার চর বেলগাছ ইউনিয়নের মুন্নিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ,সহকারী পুলিশ সুপার সুমন কান্তি সহ অনেকেই উপস্থিত ছিলেন।