পলাশবাড়ীতে বিএনপি নেতা বকুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বর্তমান খবর,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ( রেজিষ্ট্রেশন নং রাজ-৪৯৪) এর সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম অপপ্রচারের বিরুদ্ধে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রমিক ও বিএনপি নেতা ও আব্দুল মোত্তালিব সরকার বকুল তার বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে শনিবার ৩০শে নভেম্বর রাতে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে শ্রমিক ও বিএনপি নেতা বকুল তার লিখিত বক্তব্যে বলেন,একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ব্যক্তিগত, রাজনৈতিক ও ব্যবসায়ীক ক্যারিয়ারে ঈশ্বান্বিত হয়ে আমাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে নানাভাবে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এই ঘৃণিত ও নিন্দনীয় অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি এ অপপ্রচার ও মদদদাতাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের জানান।
এসময় সম্মেলনে উপস্থিত, গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ বিএনপি,যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।