গোপালগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২জন টেঁটাবিদ্ধ সহ আহত ১৫

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

বর্তমান খবর,কাশিয়ানী(গোপালগঞ্জ)প্রতিনিধি ।। গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২জন টেটাবিদ্ধ সহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে সাবেক ইউ,পি সদস্য খসরুল আলম শেখ(৪০) ও নয়ন শেখ (৩০) নামে দুই ব্যক্তি টেঁটাবিদ্ধ সহ ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘন্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সাথে সাবেক ইউ,পি সদস্য খসরুল আলম শেখের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।