লালপুরে উৎসব মুখর পরিবেশে কেক কর্তনের মধ্য দিয়ে রাজধানী টেলিভিশনের(আইপিটিভি) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

বর্তমান খবর,লালপুর(নাটোর)প্রতিনিধি ।। নাটোরের লালপুরে উৎসব মুখর পরিবেশে ও কেক কর্তনের মধ্য দিয়ে রাজধানী টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোপালপুর অবস্থিত মডেল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আকতার। বিশেষ অতিথি ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর মাঈদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম,সহ-সভাপতি ফরহাদুজ্জামান রুবেল,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন,রাজধানী টেলিভিশনের লালপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম পাশা।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “চ্যানেল এস টেলিভিশনের” লালপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন,সদস্য ইব্রাহিম হোসেন প্রমুখ।