বর্তমান খবর,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ একরামুল বারী টিপুর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভরট্ট শিবনগর গ্রামের বিএনপি কর্মি দুই ভাইকে আর্থিক সহায়তা ও বস্র প্রদান করেছেন ডাঃ একরামুল বারী টিপু।
বুধবার সকাল ১০ টার সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভরট্ট শিবনগর গ্রামের মৃত লবির রহমানের ছেলে বিশা ও জাহেদ হোসেনকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে আর্থিক সহায়তা ও বস্তু প্রদান করেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ একরামুল বারী টিপু। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল,উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মোল্লা,নুর বকস মন্ডল,আব্দুল কাদের, ডাঃ রইস উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আবুল হোসেন,সাবেক সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন,উপজেলা যুবদলের যু্গ্ম আহ্বায়ক ওবায়দুল হক,স্বেচ্ছাসেেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসাইন সাজু, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী,ছাত্রদল নেতা রিসালাত-ই সাজিদ প্রমুখ।
গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তাদের বসতবাড়ির প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল (আসবাবপত্র, ধান, চাল,,টিভি, ফ্রীজ এবং এনজি থেকে উত্তোলনকৃত নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়ায় সকলের সহযোগীতা কামনা করেছেন তারা।