বর্তমান খবর,লালপুর (নাটোর) প্রতিনিধি ।। নাটোরের লালপুর ও গুরুদাসপুরে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালক আরোহী সহ ঝরলো ৪ প্রাণ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়ম,সকাল সাড়ে ৬ টার দিকে লালপুরের উপজেলার পাবনা-বনপাড়া সড়কের কদিমচিলান মোড় এলাকায় গাছের সাথে ট্রাক ভ্যান সংঘর্ষে ধাক্কা খেয়ে ভ্যান ও ট্রাক চালক নিহত হয়। ওপর দিকে উপজেলার গুরুদাসপুরের কাছিকাটা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটর সাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বনপাড়া – হাটিকুমল মহাসড়কের কাছিকাটা ১০ নাম্বার ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার কৈশবপুর এলাকার মোতালেব হোসেন,একই এলাকার শাহ আলম। এবং লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া চিলান গ্রামের ইসারুদ্দিনের ছেলে আলপু ও বাগেরহাটের কচুয়া উপজেলার মোস্তাকিম। তাৎক্ষণিক বনপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ট্রাক চালক মোস্তাকিমকে আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, এঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য কদিমচিলান মোড়টি দীর্ঘদিন ধরে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত হওয়াই। মহাসড়কের এই অংশে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেনস্থানীয় বাসিন্দারা।