এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, আদালত পাড়ায় ভূয়া ভূয়া স্লোগান
বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি: এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত আ’লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদকে। বুধবার ২৭ নভেম্বর ২০২৪ইং মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট এম মিজবাউর রহমান’র ২নং আমলী আদালতে’র কাছে সরকার পক্ষের আইনজীবীগণ ৫ দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকাল ৯টার সময় মৌলভীবাজার জেলা কারাগার থেকে তাকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। বেলা ১০টা ৫০ মিনিটের সময় আদালতে তার শুনানী কার্যক্রম শুরু হয়। শুনানীতে দুই পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়,সাবেক ওই কৃষিমন্ত্রীর বিরোদ্ধে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর তার নিজ আসনের শ্রীমঙ্গল উপজেলায় জিআর ২৪৯/২৪ মামলা দায়ের করা হয়। মামলাটি রুজু হয় চলতি বছরের ২৪ অক্টোবর। মামলাটি দায়ের করেন শ্রীমঙ্গল উপজেলার আলী সারকুল গ্রামের মোঃ মাক্কু মিয়া’র ছেলে মোঃ আব্দুল আহাদ।
মামলার এজহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মোঃ আব্দুস শহিদ বে-আইনীভাবে জনতা নিয়ে হুকুমমতে হত্যার উদ্যেশ্যে আঘাত, ক্ষতি সাধন ও প্রাণ নাশের হুমকি প্রদানসহ বিস্ফোরক দ্রব্য (ককটেল) ব্যবহার করেন। ওই ঘটনায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এদিকে আদালতে শুনানী শেষে সাবেক ওই কৃষিমন্ত্রীকে কড়া নিরাপত্তায় কারাগারে নেবার পথে আদালত পাড়ায় ভুয়া ভুয়া মিছিল দিতে থাকেন আম জনতা।