শ্রীমঙ্গলে গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার ২৫ নভেম্বর ২০২৪ইং, সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারে ও রবিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মোঃ আনিসুর রহমান বলেন, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখন শ্রীমঙ্গলে। আকাশের মেঘ কেটে গেলে এখানে শীতের তীব্রতা আরও বাড়বে। তখন ঝেঁকে বসবে শীত।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে হঠাৎ শীত অনুভূত হওয়ায় ঠাণ্ডাজনিত রোগ বেড়েছে। বিশেষ করে সর্দি, কাশি, অ্যাজমা-সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই সাথে জ্বরের প্রকোপ বেড়েছে বলে জানা গেছে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায়।