পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

বর্তমান খবর,রংপুর ব্যুরো ।। হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড় জেলার তাপমাত্রার পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটিতে মৌসুমী বায়ু বিদায় নেয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সুত্রে জানা যায়,বৃহ¯পতিবার পঞ্চগড়সহ পাশের জেলাসমূহে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এর আগে, বুধবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।বৃহস্পতিবার ভোর থেকে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে ছড়াচ্ছে সূর্যের আলো।

শীতের পরশ ছড়াচ্ছে উত্তরাঞ্চলের জনপদে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েকদিন ধরে এখানে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠা-নামা করছিল। বৃহস্পতিবার নেমে এসেছে ১৪ ডিগ্রিতে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান এ কর্মকর্তা।