বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: সরকারকে বেকায়দা ফেলার জন্য বিভিন্ন বিভ্রান্তিমূলক কার্যক্রমের অভিযোগে বুধবার বিকালে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের মুখোশধারী ৬ মহিলা কর্মীকে আটক করেছে।
আটককৃত হচ্ছে জেলার মেলান্দহের চাকদহ চরপাড়া ময়দান প্রমাণিকের মেয়ে সাদিয়া (১৮), একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম(২৫),শফিকুল ইসলামের স্ত্রী রনিকা আকৃতার(২৫),আবু সাইদের স্ত্রী বৃষ্টি আক্তার (২০),লেবু মিয়ার স্ত্রী লাইলী বেগম(৩৫)ও মাইরদ্দিনের স্ত্রী বানেছা বেগম(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়,আটকৃতরা অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশের নামে সদস্য সংগ্রহ করার জন্য ইসলামপুর উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল এবং বিগত সরকারের আমলে বিদেশে পাচার করা কোটি কোটি টাকা ফেরত এনে সদস্যের ১লাখ থেকে ১কোটি টাকার পর্যন্ত ঋণ দেওয়া কথা সহ নানান প্রতিশ্রুতি কথা বলছিল।
বিষয়টি এলাকাবাসীর কাছে সন্দেহ জনক মনে এলে তাদের আটক করে স্হানীয় নোয়ারপারা ইউনিয়ন পরিষদে রাখে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় আনেন।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ জানিয়েছেন, আটকৃতরা সরকারকে বেকায়দা ফেলার জন্য বিভিন্ন বিভ্রান্তিকর কার্যক্রম চালাচ্ছিল। আটককৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।