বর্তমান খবর,রংপুর ব্যুরো: সন্ধ্যার মধ্যে রংপুরসহ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের ঘোষণা না দেয়া হলে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কগুলোর প্রবেশ মুখ বন্ধ করে অবরোধ করার তোলার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
আজ ১৩ নভেম্বর বুধবার রংপুর মহানগরীর মডার্ণ মোড়ের মহাসড়ক অবরোধ কর্মসূচী থেকে এ ঘোষণা দেন তারা। এর আগে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর পৌনে ১২টা থেকে ছয় লেনের ওই মহাসড়ক অবরোধ করে তারা। এ কারণে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ের সাথে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
অবরোধ চলাকালে মিছিল এবং শ্লোগান দিতে থাকে তারা। অনেকেই রাস্তয় শুয়ে পড়ে। তাদের সাথে যোগ দেন স্থানীয় জনতা। এসময়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন, এম আই সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলী হাসান সাইফ, ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ইয়াসির আরাফাত, ডা. আর এস নাসিফ প্রমুখ।
আন্দোলনকারীদের দাবি করেন, শহীদ আবু সাঈদ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। সেই আবু সাঈদের রংপুরসহ উত্তরাঞ্চলে জুলাই-আগস্ট বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালিন সরকারের কোনো উপদেষ্টা নেই। যা আবু সাঈদের রক্তের সাথে চরমভাবে বেইমানি। এটা তারা কোনোভাবেই মেনে নিবেন না। অবিলম্বে ন্যূনতম পাঁচজন উপদেষ্টা সংযুক্ত করার দাবিও তোলেন তারা। অবরোধ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলমগীর নয়ন ঘোষনা করেন, বুধবার সন্ধ্যার মধ্যে দাবি আদায়ের ঘোষণা দেয়া না হলে আগামীকাল বৃহ¯পতিবার উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কগুলোর প্রবেশ মুখে অবরোধ করা হবে।
একইসাথে উপদেষ্টা পরিষদ থেকে মোস্তফা সারোয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে অপসারণের দাবি জানানো হয়। পরে দুপুর পৌনে ২টায় অবরোধ তুলে নিলে আইন-শৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচল স্বাভাবিক করেন।