আত্রাই বিএনপির সভাপতি রেজু,সম্পাদক তছলিম নির্বাচিত

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

বর্তমান খবর,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার আহসানগঞ্জ আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটে এসএম রেজাউল ইসলাম রেজু সভাপতি এবং তছলিম উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর নির্বাচিত হয়েছেন। দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি,সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে সকাল সাড়ে ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৫৬৮জন ভোটার ভোট প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে দুইজন,সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে সভাপতি পদে এসএম রেজাউল ইসলাম রেজু আনারস প্রতিকে ৪৮৭ভোট,সাধারণ সম্পাদক পদে তছলিম উদ্দীন মোরগ প্রতিকে ২৯৪ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক মই প্রতিকে ৩৩০ভোট ও একই পদে কামরুল হাসান সাগর গোলাপ ফুল প্রতিকে ২৪৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে বিকেল তিনটায় আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জলিল চকলেট এর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল,কর্ণেল (অব:) আবদুল লতিফ খান।

উদ্বোধক ছিলেন,নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক নজমুল হক সনি,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম ধলু,শহিদুল ইসলাম টুকু,আমিনুল হক বেলাল,মামুনুর রহমান রিপন,শফিউল আযম রানা,রাণীনগর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি এছাহক আলীসহ জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।