বর্তমান খবর,ঢাকা,১৫ অক্টোবর,২০২৪ ( ডেস্ক) : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার দাবি করেছেন যে, বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো দেশ ছেড়ে পালিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের পরে বিরোধী নেত্রীর এই প্রস্থানকে তিনি জালিয়াতি বলে নিন্দা করেছেন।
কারাকাস থেকে এএফপি জানায়, জুলাইয়ের নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী দাবি করার পর আগস্ট থেকে মাচাদো ভেনিজুয়েলায় আত্মগোপনে রয়েছেন।
বিরোধী দল জোর দিয়ে বলেছে, তাদের প্রার্থী, এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া, নিরঙ্কুশ ভোটে জয়লাভ করেছেন। গঞ্জালেজ উরুতিয়া এখন স্পেনে নির্বাসিত।
মাদুরো সরাসরি মাচাদোর নাম উল্লেখ না করে তার টেলিভিশন প্রোগ্রামে সহাস্যে বলেন, ‘কাউকে না বলে তিনি দেশ ছেড়েছেন, আমার সূত্র আমাকে বলেছে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।’
তিনি বিরোধীদের কাপুরুষ অভিহিত করে বলেন, তারা ঘৃণা ও অসহিষ্ণুতার বার্তা চালু করতে পারদর্শী।
তবে বিরোধীরা তাৎক্ষণিকভাবে মাদুরোর মন্তব্যের প্রেক্ষিতে এএফপির কাছে কোনো পাল্টা মন্তব্য করতে অস্বিকার করেছে।