বর্তমান খবর,মেহেরপুর প্রতিনিধি : “বয়স পুষ্ঠি বুঝে খেলে, সুখ স্বাস্থ্য দুই- ই মেলে” এই শ্লোগানে জাতীয় খাদ্য নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুরে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহিদুল আলম। বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার এসএম নাজমুল হক ও খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা গোলাম ফারুক বান্না।
প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, স্মার্ট জাতি গঠনের জন্য খাদ্য নির্দেশিকা ২০২০ বাস্তবায়ন করতে হবে। আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার খাচ্ছি সেগুলো আমাদের কিডনীসহ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা ভেবে খাচ্ছি না। ফলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে চিকিৎসার জন্য। বিশুদ্ধ খাবারের সাথে ঈমান আমলের সম্পর্ক রয়েছে।