গাংনীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ পাচারকারী আটক

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪

বর্তমান খবর,মেহেরপুর প্রতিনিধিঃ আক্তারুল মোল্লা(৪৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি টীম রোববার দিবাগত রাত ৯টার দিকে এ উপজেলার মোমিনপুর নামক স্থান থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্বার করা হয় ৪৩ বোতল ফেন্সিডিল।

আটক আক্তারুল কুষ্টিয়া জেলাধীন দৌলাতপুর উপজেলা গোয়ল গ্রামের সামসুল ওরফে ভুলু মোল্লার ছে্েরল। তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় তাকে সোপর্দ করা হয়েছে। র‌্যাবের দাবী, আক্তারুল একজন চিহ্নিত মাদক পাচারকারী।

র‌্যাব- ১২ গাংনী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, আক্তারুল ও তার মামা গাংনীর কাজিপুর গ্রামের আব্দুল জলিল ছেলে তাইজেল ইসলাম মোমিনপুর নামক স্থানে মাদক কেনা বেচা করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় মামা তাইজুল ইসলাম পালিয়ে গেলেও ধরা পড়ে আক্তারুল। আক্তারুল মোল্লা ও পলাতক তাইজেল (৫৫) এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১)সারণির ১৪(খ)/৪১ ধারাতে গাংনী থানায় এজাহার দায়ের করা হয়েছে।