বর্তমান খবর,মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চক্ষু, চর্ম ও যৌন স্বাস্থ্যের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। আজ শনিবার শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
সিএম এইচের ভিজিটিং প্রফেসর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লেঃ কর্নেল (অবঃ) ডাঃ মোঃ আবদুল ওয়াহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মহীউদ্দীন, আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের চেয়ারম্যান ডাঃ আব্দুস সবুর ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে ওয়ার্ড পর্যায়ে একটি করে কমিউনিটি ক্লিনিক করেছে, ইউনিয়ন পর্যায়েও একজন করে ডাক্তার মানুষের সেবা দিচ্ছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সরকারি সুবিধা নিয়ে মানুষের সেবা করে যাচ্ছে।