বর্তমান খবর,মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে যশোর শিক্ষা বোর্ড,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৯৮ জন অনুপস্থিত ছিল। তবে কোন বহিষ্কারের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার।
জানা গেছে,মেহেরপুর জেলাতে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী উপস্থিত ছিল ৮৪৯৩ জন। অনুপস্থিত ছিল ৯৮ জন। এদের মধ্যে রয়েছে যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৭১ জন, মাদ্রাসা বোর্ডের ১৯ জন ও কারিগরী শিক্ষা বোর্ডের ৮ জন পরীক্ষাথী।
এদিকে গাংনী উপজেলায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা নিয়ন্ত্রণ করা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে। কেন্দ্রে পরীক্ষা পরিদর্শক, পর্যবেক্ষক ও ভ্রাম্যমাণ আদালতের টিম ছাড়াও সিসিটিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এসএসসি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃংখলা নিশ্চিত করার জন্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানায় মাধ্যমিক শিক্ষা অফিস।