গাংনীতে সাড়ে ১৮ কোটি টাকার দুটি প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪

বর্তমান খবর,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর পৌর সুপার মার্কেটসহ সাড়ে ১৮ কোটি টাকা মুল্যের দুটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে প্রকল্প দুটির উদ্বোধন করেন।

গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে পৌর সুপার মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। নগর উন্নয়ন পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এ কাজের ব্যায় ধরা হয়েছে ১৬ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকা। কাজটির বাস্তবায়নে রয়েছে আইইউজিআইপি, এলজিইডি ও গাংনী পৌরসভা।

অপরদিকে হাড়াভাঙ্গা- রামনগর হাটের রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ। বিশেষ অতিথী ছিলেন মেহেরপুর জেলা নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ। আমফান প্রকল্পাধিন সড়ক সংস্কারে প্রায় সাড়ে ৪ কিলো মিটার রাস্তার জন্য ব্যায় ধরা হয়েছে দুই কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা কর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।