বর্তমান খবর,কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি : কমলনগর উপজেলার মাতব্বর হাট সংলগ্ন মেঘনা নদীতে ঝাটকা ইলিশ ধরাসহ কতিপয় অপরাধের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক সংশ্লিষ্ট আইন অনুযায়ী ০২ জন জেলেকে মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় প্রায় ৪০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীকালে তা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয় এই সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বলেন জাটকা অভিযান জানা সত্ত্বেও তাহারা কারেন্ট জাল নিয়ে নদীতে মাছ শিকারের জন্য বের হয় আমাদের মোবাইল কোর্ট বিশেষ অভিযানে তাহাদেরকে জাটকা মাছ ও কারেন্ট জাল সহ আটক করেন পরে তাহাদেরকে অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বলেন,জাটকার অভিযান চলমান রয়েছে সেই সাথে যাহারা খোরশী জাল মশারী জাল বাদা জাল দিয়ে বিভিন্ন প্রকারের মাছকে ধংস করে দিচ্ছে তাহাদের কে ধরে আইনের আওতায় আনা হবে।