বর্তমান খবর,লক্ষীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরে মৌসুমীর শুরুতেই পুরাতন ও নতুন মিলে কয়েকটি ব্রিক ফিল্ডের এর মাটি কেনা বেচা শুরু হয়েছে। যা ইতিমধ্যেই আমাদের গ্রামগঞ্জের ফসলীয় জমিন ধ্বংস করে দিয়েছে এবং কি বাংলা ইটভাটা কাঠ পুরিয়ে ইট তৈরি শুরু করেছে ভাটার মালিকগন।
৩০ জানুয়ারি কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আকাশ ব্রিক ফিল্ড কে কৃষি জমি হতে মাটি সংগ্রহ পূর্বক ইটভাটা কার্যক্রম সম্পাদন সহ কতিপয় অপরাধের দায়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ১,৫০,০০০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও এ সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করা হয়।
এই সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা বলেন,পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে যারা মাটি কাটে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।