শীত এসেছে বুঝি
চিত্তরঞ্জন সাহা চিতু
আকাশ থেকে পড়লে শিশির
তখন বোঝা যায়,
শীত এসেছে সারা দেশে
সবুজ শ্যামল গাঁয়।
খেঁজুরগাছে মাটির কলস
যখন ঝুলে থাকে,
শীত এসেছে কষ্টে তখন
পাখীরা সব ডাকে।
আগুন নিয়ে মানুষ গুলো
যখন থাকে ঘিরে,
তখন বুঝি শীতের রাজা
আসলো দেশে ফিরে।
যখন দেখি পিঠা পুলি
ঘরে ঘরে হয়,
কষ্ট করে সবাই তখন
শীতের কষ্ট সয়।