দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৪১

বর্তমান খবর,রংপুর ব্যুরো:

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এ তথ্য নিশ্চিত করেন। আজ ১০ এপ্রিল বৃহ¯পতিবার ২০২৫ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের পরীক্ষা গ্রহণ করা হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় ২৮০টি পরীক্ষা কেন্দ্রে এক লক্ষ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লক্ষ ৮১ হাজার ৬৯ জন। অনুপস্থিত থাকে ১ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী। এর মধ্যে রংপুর জেলায় ২০৬ জন, গাইবান্ধা জেলায় ২০৩ জন, নীলফামারী জেলায় ১৪৩ জন, কুড়িগ্রাম জেরায় ১৫২ জন, লালমনিরহাট জেলায় ৯৯ জন, দিনাজপুর জেলায় ২৭০ জন, ঠাকুরগাঁও জেলায় ১৫৮ জন ও পঞ্চগড় জেলায় ১১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *