আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে স্বীকৃত এবং সমাদৃত লায়ন্স ক্লাবের জেলা ৩১৫ বি ৩ এর নমিনেশন পেপার জমার জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত

বর্তমান খবর,ডেস্ক নিউজ :

ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ অডিটরিয়ামে লায়ন্স আন্তর্জাতিক সেবা মূলক ক্লাব আজ আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে স্বীকৃত এবং সমাদৃত লায়ন জেলার ৩১৫বি ৩ বাংলাদেশ এর জেলা গভর্নর ১ম জেলা গভর্নর,দ্বিতীয় জেলা গভর্নর নির্বাচন উপলক্ষে নমিনেশন পেপার জমা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।

জেলা গভর্নর পদের জন্য নমিনেশন পেপার জমা দিয়েছেন লায়ন রুশদ আল মুনির। ১ম ভাইস জেলা গভর্নর পদের জন্য নমিনেশন পেপার জমা দেন লায়ন মোঃ ফেরদৌস হাসান(এমজেএফ),।

২য় ভাইস জেলা গভর্নর পদের জন্য নমিনেশন পেপার জমা দেন মোঃ জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন আহমেদ,লায়ন মোঃ আব্দুল হাই(এমজেএফ), লায়ন ড.দেলোয়ার হোসেন রাজ(এমজেএফ), লায়ন মাহাবুব আলম, লায়ন এস এম শফিউল্লাহ সহ আরো অনেকে।

২য় ভাইস জেলা গভর্নর পদের জন্য নমিনেশন পেপার জমা দেন মোঃ জাহাঙ্গীর আলম

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ৩ এর গভর্নর লায়ন সাব্বির এম সায়েম, ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ ফেরদৌস হাসান বাণী, কেবিনেট সেক্রেটারি হারুন অর রশিদ ছাড়াও  বাংলাদেশের সকল ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার সহ অসংখ্য লায়ন্সবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান(এমজেএফ), ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন শেখ মুস্তাফিজুর রহমান, কেবিনেট ট্রেজারার মোহাম্মদ তৌহিদুল ইসলাম(এমজেএফ),লায়ন রেজাউল করিম ভূঁইয়া সুমন।

অনুষ্ঠানে অসংখ্য লায়নদের অংশগ্রহণের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিশেষে সভাপতি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *