দিঘলিয়ায় ভাতিজার ধারালো ছুরির আঘাতে চাচা চাচি জখম ভাতিজা আটক।

বর্তমান খবর,দিঘলিয়া প্রতিনিধি:

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজী পাড়ায় জমিজমা ও অর্থ-সম্পদ সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা বাঁধন (৩০)র হাতে থাকা ধারালো ছুরির আঘাতে চাচা শেখ মনিরুল ইসলাম ও চাচি তাহমিনা বেগম গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রথমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনায় ভুক্তভোগী চাচা শেখ মনিরুল ইসলামের কন্যা মুনা বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৬, তারিখ ০৭/০৪/২০২৫ ইং।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৬ এপ্রিল) বিকাল ৬ টার দিকে চাচা শেখ মনিরুল ইসলামের জমিজমা ও টাকা পয়সা সংক্রান্ত বিরোধ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাতিজা বাঁধনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ীভাবে চাচা শেখ মনিরুল ইসলামের মাথায় ও কানে কোপাতে থাকে। এ সময় চাচি তাহমিনা বেগম স্বামী মনিরুল ইসলামের ডাক চিৎকারে তাকে রক্ষার্থে এগিয়ে আসলে ভাতিজা বাঁধন তাকেও মাথায় ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরদিকে ঘটনায় অভিযুক্ত ভাতিজা বাঁধনকে দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, ঘটনার সাথে জড়িত আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বাদীর পক্ষে মামলা দায়েরের পর ধৃত আসামীকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *