বর্তমান খবর,খুলনা প্রতিনিধি:
দিঘলিয়ায় মৌমাছির কামড়ে একই পরিবারের ২জন সহ ৩ জন আহত হয়েছে। ৭ ই এপ্রিল সকাল ৬ টায় দিঘলিয়ার দেয়াড়া পশ্চিম পাড়া ৫ নং ওয়ার্ড এলাকার সাংবাদিক এস.এম.শামীম এর বাড়িতে এ ঘটনা ঘটে।
সুএে যানা জায়,সকাল ৬ টার দিকে দেয়াড়া এলাকার বাসিন্দা শাজাহান শেখ উক্ত বাড়িতে মিস্ত্রি সুমন আকন এর কাছে আসে, এবং ফিরে যাওয়ার সময় সুমন মিস্ত্রির পাশের বাড়িতে একটি আম গাছে চাক বেধে থাকা মৌমাছি ঝাক ধরে শাহজাহানে সারা শরীরে কামড়ে ধরে থাকে তখন শাহজাহান দৌড়ে বাড়ির ভিতর ঢুকে চিৎকার করে।
এসময় তাকে মৌমাছির কামড় থেকে বাঁচাতে বাড়ির লোকজন ছুটে এলে সুমন মিস্ত্রি ও সাংবাদিক শামীম এর স্ত্রী ও বৃদ্ধা মা কে কামড়ে আহত করে তাৎক্ষণিক ভাবে গুরুতর আহত শাহাজাহান,সুমন,ও নুর নাহার কে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
এবিষয়ে উক্ত পাশের বাড়ির চাঁন মিয়ার পরিবার কে ডাকাডাকি করলে কেউ আসেনি, উক্ত আম গাছে দীর্ঘ কয়েক বছর যাবৎ এভাবে মৌমাছির চাক বেধে থাকে উক্ত মৌ চাক বাড়ির মালিক চাঁন মিয়া মোল্লা ও শাহাদাত মোল্লা বিক্রি করে দেয়। এবং মৌ চাকের অর্ধেক গাছ রেখে দেয় যার কারণে সারা বছর উক্ত আম গাছে মৌমাছি থাকে।
গত ২ মাসের মধ্যে দিঘলিয়ায় মৌমাছির কামড়ে ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় উক্ত আম গাছ কাটার কথা বললে চাঁন মিয়া মোল্লার পরিবার ঝগড়ার সৃষ্টি করে।
তবে ৭ ই এপ্রিল এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ এম শাহীন কে বিষয় টি অবগত করলে কোন ফলাফল পাওয়া যায় নি। এমনকি উক্ত আম গাছের কথা বললে তারা বলেন মৌমাছির জন্য একটা আম গাছ কাটা যাবে না।
উল্লেখ দিঘলিয়ায় নাক কাটি খাল খনন এর জন্য ভেকু প্রবেশ এর রাস্তা করতে কাটা হয়েছে অসংখ্য মূল্যবান গাছ। এ ঘটনায় আহত ৩ জন সহ এলাকাবাসী উক্ত আম গাছ কাটার জন্য জোর দাবী জানিয়েছে।
Leave a Reply