বর্তমান খবর,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলা শালবাড়ী-বেলতলী যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। এ-উপলক্ষে এদিন বিকালে উপজেলার শালবাড়ি মাঠে চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজলুবিন রহমান।
অরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার,উপজেলা বিডি ক্লিন এর পরিচালক হারুন-উর-রশির,সাবেক কমিশানার জামায়াত
নেতা নজরুল ইসলাম,শালবাড়ী-বেলতলী যুব সমাজের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় সামাজিক,সাংস্কৃতিক ব্যক্তি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ৮ টি ক্রিকেট দল অংশগ্রহণ করেন। চুড়ান্ত খেলায় লাল ক্রিকেট দল ও নীল ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বীতা করেন।এবং নীল ক্রিকেটদল লাল দলকে হারিয়ে বিজয়ী হন। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply