বর্তমান খবর,রংপুর ব্যুরো:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,বাংলাদেশে আওয়ামী লীগ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে। যারা বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে,তারা রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না।
গত ৪ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর চেম্বার ভবনে জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের নিয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে বাংলাদেশে আবির্ভ‚ত হয়েছে। বাংলাদেশের জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগেই জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকটি আলাদা আলাদা স্বতন্ত্র সংগঠন। জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে। পলিটিক্যাল প্লাটফর্ম এবং সিভিল সোসাইটির প্লাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের যে আকাক্সক্ষা আছে সেগুলো বাস্তবায়নে কাজ করে যাবে।
আখতার হোসেন থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের বৈঠক প্রসঙ্গে বলেন, বাংলাদেশের জনগণের আকাক্সক্ষা বিষয়ে প্রধান উপদেষ্টা সঠিকভাবে কথা বলেছেন, শুধু কথার মাধ্যমে কিছু হবে না। ভারতসহ আন্তর্জাতিকভাবে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালিন সরকারকে সেই পথে ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে, তাদের বিচার নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিচার শুধু কোনো এক ব্যক্তির নয়, বরং আওয়ামী লীগের পক্ষ থেকে যে মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তার বিচার করতে হবে।
এসময় তিনি গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সকল রাজনৈতিক দলকে বিতর্ক থেকে বেরিয়ে এসে গণপরিষদের পক্ষে থাকার আহŸান জানান। এর আগে, ড. মুহম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া প্রসঙ্গে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমি মনে করি, প্রফেসর ড. মুহম্মদ ইউনুসের মতো যোগ্য এবং দক্ষ মানুষই এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তাঁর যোগ্যতা এবং দক্ষতা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত।
এসময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply