অস্ট্রেলিয়ায় ‘পরাণ’র ১৬ শোয়ের অগ্রিম টিকিট শেষ

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

বর্তমান খবর,বিনোদন প্রতিনিধি : অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে সিনেমা ‘পরাণ’। সেখানকার ১৬টি শোর অগ্রিম সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।
বঙ্গজ ফিল্মস জানিয়েছে, আগামীকাল রবিবার থেকে সিডনি ও মেলবোর্ন, পার্থ, ডাব্বু ও ক্যানবেরাতে ১৩টি প্রেক্ষাগৃহে ৩২টি শো হবে। সেখানে ১৬টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে।

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহানসহ অনেকে। মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও দেশের ৩৩ প্রেক্ষাগৃহে চলছে ‘পরাণ’।