নওগাঁর পোরশায় বিএনপি পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

বর্তমান খবর,নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে শিশা বাজার চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে মর্শিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির চৌধুরী (রুপম) সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন। প্রধান বক্তা বলেন, রমজান মাস হলো ত্যাগ,সংযম ও ঐক্যের মাস।

শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। মাসটিতে আমরা সম্মিলিতভাবে সমাজের কল্যাণে কাজ করব। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের ও জনগণের সেবায় আত্মনিয়োগ করব।

এসময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা,পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা,সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী,উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান চৌধুরী,ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।