বীরগঞ্জ আগুনে বিধ্বস্ত ১৫টি পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনজুরুল ইসলাম

বর্তমান খবর,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভেলা পুকুর গ্রামে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ টি পরিবার পথে বসে যায়। আগুনে বিধ্বস্ত ১৫ টি পরিবার,বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন,কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সহ-সভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দিনাজপুর-১ নির্বাচনী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ – কাহারোল উপজেলার গন মানুষের নেতা আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ২০০০ টাকা করে ১৫টি পরিবারের মাঝে ৩০০০০ হাজার টাকা প্রদান করেন।
মনজুরুল ইসলাম বলেন,মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবতার সেবা। দলমত নির্বিশেষে এই দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয়রা জানান, আগুনে সব হারিয়ে দিশেহারা অবস্থায় ছিলেন ক্ষতিগ্রস্তরা। ঠিক এমন সময়ে বিএনপি নেতার, সরকারি বিভিন্ন সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বীরগঞ্জ উপজেলা শাখা তানভীর চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি শওকত জুলিয়াস জুয়েল,সিনিয়র যুগ্ম আবাহক বাংলাদেশ জাতীয়তা বাদী যুব দল বিএনপি বীরগঞ্জ উপজেলা শাখা আব্দুল জব্বার,ছাত্র বিষয় সম্পাদ শাহজাহান সিরাজ শিপন বীরগঞ্জ উপজেলা বিএনপি,১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিমুদ্দিন আহমেদ,সহ বিএনপি’র অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।