সাংবাদিক মুরাদ মিয়ার পিতা আর নেই

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫
সাবেক ইউপি সদস্য শাহানুর মিয়া

বর্তমান খবর,ডেস্ক নিউজ :

দৈনিক বর্তমান খবর পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি’ সাংবাদিক মুরাদ মিয়ার পিতা,তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক ৩ বারের জননন্দিত ইউপি সদস্য শাহানুর মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সারে ১১টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক ইউপি সদস্য শাহানুর মিয়ার মৃত্যুতে সুনামগঞ্জ জেলা,তাহিরপুর উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৫ মেয়ে-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকালে তাঁর নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।