মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি : শনিবার(১৮ মার্চ)মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকা থেকে ৫৪ পিছ ইয়াবাসহ জাহেদ মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে জাহেদকে আটক করতে সক্ষম হন। আটককৃতের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাহেদ মিয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।