
বর্তমান খবর,গাইবান্ধা প্রতিনিধিঃ
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮শে ফেব্রুয়ারী বিকাল ৪টায় জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে এক বিশাল র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর রোড বেলের ঘাট মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার আমির মো. আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাখায়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাংগঠনিক সেক্রেটারী ও গাইবান্ধা ৩ আসনের সাদুল্লাপুর~পলাশবাড়ী আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব সরকার,উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার, বরিশাল ইউনিয়ন আমীর মো. শামিম প্রধান সহ জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,বাজারে এখনো দ্রব্য মূল্যের দাম বেশী গরীব খেঁটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন এবং রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোঁরা খোলা না থাকে সেইদিকে প্রশাসনকে নজর দিতে জোর আহবান জানানো হয়।