
বর্তমান খবর,রংপুর ব্যুরো: রংপুরে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোত্তালেব হোসেনকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা দিকে গঙ্গাচড়া উপজেলার ভিন্ন জগৎ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উত্তর হলিয়া গ্রামের মো.মোজাম্মেল হকের ছেলে।
রংপুর জেলা পুলিশ সুপার আবু সাঈদ বলেন,ডেভিল হান্ট অপারেশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় মোতালেব হোসেনকে গ্রেফতার করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তার নামে একটি হত্যা মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন,১৯ জুলাই রংপুর মহানগরীর সিটি বাজার রাজা রামমোহন মার্কেট এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় মোত্তালেব হোসেন মাস্টারমাইন্ড ছিলেন।