বিরামপুর মিনি স্টেডিয়ামকে দখলমুক্ত করতে ইউএনও বরাবর স্মারকলিপি

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

বর্তমান খবর,বিরামপুর(দিনাজপুর):প্রতিনিধি ।। দিনাজপুরের বিরামপুরে মিনি স্টেডিয়াম মাঠকে অবৈধ দখলমুক্ত করতে ও কাঁচা বাজার অন্যত্র সরিয়ে নেওয়ার দাবী জানিয়ে ২৪ নভেম্বর, রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সুশীল সমাজের পক্ষ থেকে একটি লিখিত আবেদনপত্র দাখিল করা হয়েছে।

এতে বলা হয়েছে যে, বিরামপুর মিনি স্টেডিয়াম মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে খেলাধুলা এবং সামাজিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সমাজের কতিপয় দখলবাজ, সন্ত্রাসী এবং অসাধু ব্যক্তিরা এই মাঠটি পুনরায় বেআইনিভাবে দখল করে বাজার স্থাপনের মাধ্যমে অতিরিক্ত ফায়দা হাসিল করে আসছে, যা জনস্বার্থ এবং ক্রীড়ামোদীদের জন্য মারাত্মক ক্ষতিকর।

এতে আরো উল্লেখ করা হয়েছে যে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছিল এবং একই বিষয়ে বর্তমান ইউএনও মৌখিকভাবে অবগত রয়েছেন। এছাড়াও গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মাধ্যমে নিয়মিত খেলোয়াড় এবং স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাঠটি অবৈধ দখল থেকে মুক্ত হয়েছিল। কিন্তু আবারও গত ১৩ নভেম্বর থেকে কিছু দখলবাজ, সন্ত্রাসী এবং অসাধু ব্যক্তি মাঠটি বেআইনিভাবে দখল করে বাজার স্থাপন করে আসছে।

এ ধরনের কার্যক্রম স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে এবং শিশু-কিশোরদের খেলাধুলার চর্চা, শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে। তাই অতি শীঘ্রই একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে বিরামপুর মিনি স্টেডিয়াম মাঠটি দখলমুক্ত করার ব্যবস্থা করা এবং স্থানীয় ক্রীড়া ও সামাজিক কার্যক্রমের জন্য এটি পুনরায় ব্যবহারযোগ্য করতে আবেদনপত্রে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

অপরদিকে, মাঠ দখলমুক্ত করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে স্থানীয় জনগণ, খেলোয়াড় ও ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। যার ফলে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়।

আবেদনপত্রে স্থানীয় খেলোয়াড়, ছাত্র-জনতা ও সুশীল সমাজের পক্ষে ১নং স্বাক্ষরকারী বিরামপুরের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর তরুণ আইনজীবী এ‍্যাডভোকেট ওমর ফারুক আপেল জানান, বিরামপুরে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ও বিরামপুরকে ক্রীড়ার একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর। এক্ষেত্রে যেকোনো ধরণের ক্রীড়া সংশ্লিষ্ট বিষয়ে আমি স্থানীয় খেলোয়াড় ও ছাত্র-জনতার পাশে থেকে আমার সাধ্যমত সহযোগিতা করে যাবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন জানান, এ বিষয়ে একটি লিখিত আবেদন পেয়েছি। বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।