ইসলামপুরে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্রদের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

বর্তমান খবর,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর শাখার প্রকাশিত কমিটিতে ইসলামপুর উপজেলা থেকে নেওয়া ৭জন প্রতিনিধির মধ্যে ৪বহিরাগত অপরিচিত প্রতিনিধি রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইসলামপুর বৈষম্য বিরোধী সাধারণ ছাত্রদের আয়োজনে ইসলামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র সাব্বির খান লোহানী জানান, জামালপুর জেলে কমিটিতে ইসলামপুর উপজেলা থেকে যে ৭জন প্রতিনিধি নেওয়া হয়েছে। তাদের মধ্যে শুধু জিহাদ হাসান লাবিল খান, সিদ্দিকুর রহমান মিসবাহ ও তৌহিদুর রহমান জিসানকেই তারা চিনেন। বাকী ৪জনকে তারা চিনেন না এবংকি গত ৫আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাকী ৪জনেরই কোন ভূমিকা ছিলনা। তাদের কখনো দেখিনী তারা।

তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জামালপুর জেলা প্রকাশিত উক্ত কমিটি থেকে তাদের নাম ঠিকানা চিহ্নিত করে বাতিলসহ বিষয়টি তদন্ত করে সঠিক নাম অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসলামপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থী মাহাদি হাসান সানিম, সাইম খান, রেদুয়াম হোসেন সিয়াম,সানজিদা জাহান রিফা ও মাসুম খান,মাহিম ও মিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।