১৭ বছর জনগণের হাতে বাংলাদেশের মালিকানা ছিলো না – অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন
বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি ।। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, গত ১৭ বছর বাংলাদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ছিলো না,কৃষক,শ্রমিক,মেহনতি মানুষের হাতে ছিলো না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসকগোষ্ঠী বাংলাদেশের মালিক বনেছিলো। আর বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের গোলামে পরিণত হয়েছিলো।
আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি,আওয়ামী লীগের গোলামীর শেকল ছিন্ন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের সাধারণ মানুষের হাতে বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার সাংগঠনিক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,পতিত স্বৈরাচার প্রধান শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে পাশর্^বর্তী ভারতে অবস্থান করছে। ১৭ বছরের লুটপাটের টাকায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা রাজকীয় হালে আরাম আয়েশে সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যাতে জনগণের নির্বাচিত সরকার গঠিত হতে না পারে, দেশে যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। তাই বাংলাদেশের জনগণকে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার থাকতে হবে।
জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো: আব্দুস সোবহানের সভাপতিত্বে সাংগঠনিক কর্মী সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মোহাম্মদ আবু সাঈদ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মঞ্জুরুল ইসলাম মঞ্জু,যুব বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।