তালাবদ্ধ হাসপাতাল চিকিৎসা বঞ্চিত হাওর পাড়ের লাখো মানুষ

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর উপস্বাস্থ্য কেন্দ্র

বর্তমান খবর,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি ।। তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় হাওরপাড়ের অর্ধলাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এই উপস্বাস্থ্য কেন্দ্রটি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে অবস্থিত। গত ১ বছর ধরে এখানে চিকিৎসক না থাকায় ইউনিয়নের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। কাগজে কলমে উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসক থাকলেও কোনদিন এখানে তিনি চিকিৎসাসেবা প্রদান করেননি।এ যেন কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই এই অবস্থা আরকি।

এলাকাবাসী জানান, উপস্বাস্থ্য কেন্দ্রটিতে বছরের পর বছর একজন উপ-সহকারী মেডিকেল অফিসার দিয়েই কোনরকম চিকিৎসাসেবা চলে আসছিল। কিন্তু গত ২৯ ফেব্রুয়ারি এখানে থাকা মিটু সরকার নামে একজন চিকিৎসক অন্যত্রে বদলি হয়ে চলে যাওয়ার পর গত ১ বছর মধ্যে আর কোন চিকিৎসক এখানে যোগদান না করার ফলে হাওরপাড়ের অর্ধলাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।

জানা যায়,শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস চিকিৎসকসহ চারটি পদ রয়েছে। বর্তমানে এখানে কোন চিকিৎসক নেই। এর আগে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে কাগজে কলমে ১ জন এমবিবিএস চিকিৎসক নিয়োগ হলেও তিনি কর্মস্থলে না এসে চিকিৎসাসেবা দিচ্ছেন অন্যত্রে। এখানে এমবিবিএস চিকিৎসক না আসলেও বিগত সময়গুলোতে হাওরপাড়ের মানুষের চিকিৎসাসেবা দিয়ে গেছেন চিকিৎসক অথবা ফার্মাসিস্টরা। গত ১ বছর আগে বিতর্কিত এক চিকিৎসক মিঠুন সরকার বদলি হয়ে ছাতক সৈয়দেরগাঁও উপস্বাস্থ্য কেন্দ্রে চলে যান।

এরপর থেকে উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন সাব অ্যাসিসটেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার, একজন নৈশপ্রহরী, একজন ফার্মাসিস্ট, একজন মিডওয়াইফ থাকার কথা থাকলেও গত বছর ধরে নেই একজনও।

সরেজমিন গিয়ে দেখা যায়, শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন পরিত্যক্ত অবস্থায় তালাবদ্ধ রয়েছে। এই ভবনের সামনেই প্রতিদিন দেখা যাচ্ছে? রোগীরা টাংগুয়া হাওর পাড়ের অত্যন্ত জনপদ জয়পুর,গোলাবাড়ি,শিলানী তাহিরপুর,ছিড়েরগাঁও,মুজরাই,মন্দিয়াতা,কামালপুর গ্রামসহ চিকিৎসা কেন্দ্রটির আশেপাশের গ্রামের হাজারো মানুষ চিকিৎসা নিতে চিকিৎসকদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ডাক্তার না থাকায় চিকিৎসা না পেয়ে বাড়ি মুখি হচ্ছে হাজার হাজার নারী পুরুষসহ শিশুরা। ডাক্তার কোথায় জানতে চাইলে রোগীরা বলেন, সকাল থেকে এসে এখানে বসে আছি কিন্তু এখানে কোন চিকিৎসক আসছেন না।

শ্রীপুর (উত্তর) শ্রীপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন আহমদ হোসাইন বলেন,এখানে অনেক দিন ধরে চিকিৎসক নেই। চিকিৎসক না থাকায় হাওরপাড়ের মানুষরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না।

উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার জানান, এখানে পাঁচতলা বিশিষ্ট ভবন আছে, কিন্তু চিকিৎসক নেই। ভবনে বিদ্যুৎ আছে, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। এরপরও এখানে চিকিৎসক দেওয়া হচ্ছে না।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, উপর মহলে কয়েকবার চিঠি দিয়েছি এই উপ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক দেওয়ার জন্য। কিন্তু এখনো কোন চিকিৎসক এখানে পাঠানো হয়নি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, এ উপস্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক জরুরি। সিভিল সার্জনকে এখানে দ্রুত একজন চিকিৎসক দেওয়ার জন্য অনুরোধ করবো।