বর্তমান খবর,লালপুর(নাটোর)প্রতিনিধি ।। নাটোরের লালপুরে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নজরুল নগর ঘাটমোড়দহ মডেল কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে কলেজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেহেদি হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,’ফেইলরকে সাকসেস করতে হবে। স্বপ্ন দেখতে হবে বড় কিছু করার জন্য। যে স্বপ্ন তোমাদের ঘুমাতে দিবে না। তাহলেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এছাড়া সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে।’
এসময় নজরুল নগর কলেজের অধ্যক্ষ ইনতাজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান,উপজেলা সহকারী প্রকৌশলী সেলিম রেজা,কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম নজরুল ইসলামের সহধর্মিণী বেগম ফজিলা নজরুল,লালপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি সালাহ উদ্দিন,প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।