বর্তমান খবর,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মান্দা থানা পুলিশ প্রেস ব্রিফিং জানান মান্দা থানা পুলিশ। মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মনছুর রহমান প্রেস ব্রিফিং জানান মান্দা থানা পুলিশ এ সময় গাঁজা পরিবহণ কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ট্রাকে থাকা ৬০ ড্রাম পামওয়েল তেল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার সতীহাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নামোটিলা গ্রামের মোহাঃ কামাল উদ্দিনের ছেলে মোহাঃ রনি (২৬) এবং বিনোদপুর (এরাদ বিশ্বাসটোলা) গ্রামের হাবিবুর রহমান ওরফে রজিবুলের ছেলে মোঃ আসমাউল হোসেন (৩৮)।
মান্দা থানা সূত্র জানায়,মাদকবিরোধী অভিযানে ডিউটিরত অবস্থায় মান্দা থানা পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে জানতে পেরে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছে। এমন সংবাদে পুলিশ সদস্যরা ফেরিঘাটে চেকপোষ্ট বসিয়ে গাড়ীটি থামানোর সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে নওগাঁর দিকে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমানের নেতৃত্বে এসআই সুজন খান সঙ্গীয় পুলিশের একটি টিম ধাওয়া দিয়ে ওই ট্রাকটি মান্দা উপজেলার সতীহাট এলাকায় আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৬টি প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। এসময় ট্রাকে থাকা ৬০ ড্রাম পামওয়েল তেল সহ ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন,নওগাঁ জেলার পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করা হয় ৷ এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর হয়েছে।