গ্রাহকের নিকট ইটের অগ্রীম পাঁচ কোটি টাকা নিয়ে উধাও ভাটা মালিক,টাকা ফেরত পেতে গ্রাহকদের বিক্ষোভ
বর্তমান খবর,জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে মেসার্স এনএস ব্রিক্সের মালিক মমিনুল বাশার জিন্নাহ ও জিওন গ্রাহকের নিকট অগ্রীম ইটের পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। ভুক্তভোগী প্রতারিত গ্রাহকরা বিপাকে পড়ে ইটভাটায় বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করে টাকা ফেরতের দাবিতে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
জানা গেছে,জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা চিকাজানী ইউনিয়নের চিকাজানী বটতলা মোড়ে অবস্থিত মেসার্স এনএস ব্রিক্স নামে ভাটা দু’টির মালিক মমিনুল বাশার জিন্নাহ ও জিওন সাধারণ ইট ব্যবসায়ী ও মানুষের নিকট অগ্রীম ইটের বায়না বাবদ গত ৭ বছরে প্রায় পাঁচ কোটি টাকা হাতিয়ে নেয়। এর পর গত ৬/৭ বছর ধরে বায়নাকৃত গ্রাহকদের ইট দেই-দিচ্ছি বলে ক্ষমতার প্রভাব দেখিয়ে নানান তালবাহা করে আসছিল।
সম্প্রতি মমিনুল বাশার জিন্নাহ ও জিওন গ্রাহকদের ইট বা টাকা ফেরত না দিয়েই কৌশলে তারা দুইটি ইটভাটা মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ ও মেসার্স মেঘনা ব্রিক্স এর কাছে বন্ধক-ভাড়া দিয়ে এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।এদিকে ভুক্তভোগী গ্রাহকরা ইট বা টাকা ফেরত না পেয়ে হতাশায় পড়েছেন।
ইট না পেয়ে ভোক্তভোগী প্রতারিত গ্রাহকরা বিক্ষোভে ফেটে পড়েছেন। উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এখন ইটভাটা এলাকায়। টাকা ফেরত না পাওয়া পর্যন্ত সমাবেশ ও মানববন্ধন করে চলতি মৌসুমে ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ভোক্তভোগী গ্রাহকরা।
ভোক্তভোগী গ্রাহক অবসরপ্রাপ্ত শিক্ষক কেরামত আলী, সাক্কু মিয়া ও আনিস আলী সহ তিন শতাধিক প্রতারিত গ্রাহকের দাবী তাদের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ভাড়াটিয়াদের ইট পুড়ানো কার্যক্রম বন্ধ থাকবে। ভুক্তভোগী গ্রাহকরা তাদের টাকা ফেরত পেতে ভাটা এলায়কায় শুক্রবার সমাবেশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মেসার্স এনএস ব্রিক্সের মালিক মমিনুল বাশার পলাতক থাকায় ভাটার ম্যানেজার শ্রী হিমাংশু কুমার বন্দ জানান, মালিকের সাথে গ্রাহকের সমঝোতা না হওয়া পর্যন্ত ভাটার কাজ বন্ধ থাকবে। মালিকের সাথে কথা বলে টাকা ফেরতের আশ্বাস দিলেই ভাটা আবার চালু করা হবে।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানিয়েছেন,যথা সময়ে ইট না পেয়ে প্রতারিত গ্রাহকরা বিক্ষোভ করেছে শুনেছি। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পলাতক ইটভাটা মালিকদের খুঁজে বের করে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত পেতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় জরুরী ব্যবস্হা নিবেন এটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রাহকদের।