কাশিয়ানী উপজেলার হোগলাকান্দী কুমার নদীতে বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪

বর্তমান খবর,কাশিয়ানী(গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দী কুমার নদীতে বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে সাংবাদিক সালাউদ্দিন রাজ্জাক ও গ্রামবাসী।

প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুজ্জামান ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ সফিউদ্দিন খান উপস্থিত ছিলেন। শুক্রবার এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

দুপুর থেকেই এ প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার নারী-পুরুষ,তরুণ-তরুণী,বৃদ্ধারা দলবেধে সমবেত হয়েছিলেন হোগলাকান্দী কুমার নদীর দু’পাশে। এতে উৎসব-আনন্দে মুখর হয়ে উঠেছিলো পুরো এলাকা।

প্রতিযোগিতায় অংশ নেয় ৪টি নৌকা। প্রতিটি নৌকায় বৈঠা হাতে নেন ৫০ থেকে ৬০ জন মাঝি। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে শাহজাহান ভাইয়ের বাঁচাই নৌকা।