আওয়ামী লীগ ছিল লুটেরা সরকার
প্রথম দায়িত্ব হলো শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা: প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট || জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে আমরা আসছি, সরকার গঠন করেছি, কাজেই প্রথম দায়িত্ব হলো শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা। শান্তি-শৃঙ্খলা হলো সবার প্রথমে। । এটার উপরেই জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি। ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ এগিয়ে এসেছে। আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে আসছি। শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে আমরা নতুন বাংলাদেশ গড়বো। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব অনেক। অর্থনীতি বিশৃঙ্খল, ভঙ্গুর হয়ে গিয়েছিল। সব কিছু লুটপাট। এটা লুটের একটা সরকার ছিল। কাজেই সেই লুটের সরকার থেকে সত্যিকার সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করা- এটাও মানুষের একটা আকাঙ্ক্ষা। এবং এটা দ্রুত দেখতে চায়। সেগুলো আমাদের করার চেষ্টা। এক মাসের মধ্যে আমাদের যতটুকু সম্ভব করেছি।