প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি, ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি, ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

বর্তমান খবর,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে রাজীবপুর বাজারের সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষার্থী রঞ্জুমিয়া,শহিদুলইসলাম ও আকিবমাহমুদ। তাঁরা বলেন, রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যক্রম পরিচালনা করেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন। তিনি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন।প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে তাঁরা বলেন, আপনি(প্রধানশিক্ষক) সেচ্ছায় পদত্যাগ করবেন। তিনি ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী ওই শিক্ষার্থীরা আরও বলেন,স্বৈরাচারী সরকারের পক্ষে যারা কাজ করেছেন, তাদেরও পদত্যাগের দাবি জানান তাঁরা।

আজিম উদ্দিন রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, আমি বিষয়টি জেনেছি। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজীবপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।