বর্তমান খবর,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মোঃ গহর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
রোববার বিকেলে উপজেলা শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের গয়েশপুর ইউনিয়নের জোকা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গহর আলী শ্রীপুর সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আজগর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছিদাহ গ্রামের আব্দুল হালিমের ছেলে ও গাড়ির চালক আল-আমিন (২৩), একই গ্রামের নাজিম উদ্দীন বিশ্বাসের ছেলে জাহিদুর রহমান (৩৫) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ছোট কলকলিত্যা মৃগী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মাহিব রহমান পারভেজ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা স্ট্যান্ড এলাকায় মছিদ আলীর দোকানের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গহর আলীর গায়ে উঠিয়ে দেন। স্থানীয়রা গহর আলীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং মোটরসাইকেলের চালক আল-আমিনসহ তিনজন মারাত্মক আহত হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয় কোন লিখিত অভিযোগ পাইনি।