বর্তমান খবর,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আয়মাপুর গ্রামের ৭ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা। অভিযুক্ত আব্দুর রউফ (৪৫) উপজেলার আয়মাপুর গ্রামের মৃত জালাল খাঁর ছেলে সে একজন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী ৷
শিশুটির মা সাংবাদিকদের জানান,তার ছেলে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। (১০ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০টায় বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী জালাল খাঁর ছেলে আব্দুর রউফ শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের মুরগির খামারে নিয়ে বলাৎকার করে। আমার বাচ্চা বাসায় এসে জানালে রক্তক্ষরণ হওয়া দেখতে পাই৷ পরে তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেছেন।
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতিকুর রহমান বলেন, শিশুটির সঙ্গে সেক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ব্যপারে থানায় মামলা হয়েছে অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।