জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

বর্তমান খবর,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ৬ টি থানার মধ্যে সার্বিক কর্মকান্ডের উপর অক্টোবর- ২০২৩ মাসিক কল্যান ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডে চতুর্থ বারের মত নীলফামারী জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত জলঢাকা থানার মুক্তারুল আলম।

বুধবার (২২নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ সভায় তাকে জেলায় চতুর্থ বারের মত শ্রেষ্ঠ ওসি ঘোষনা করা হয়।

মাসিক কল্যান ও অপরাধ সভায় সার্বিক কর্মকান্ডের উপর নীলফামারী জেলার জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম এর নাম ঘোষনা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর, পরে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরুস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) মোস্তফা মন্জুর পিপিএম, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রওশন কবির সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জরা।

এ প্রসঙ্গে জলঢাকা থানার অফিসার্স ইনচার্জ ওসি মুক্তারুল আলম বলেন, এ পুরষ্কার আমার কর্মস্পৃহা বৃদ্বি করবে এবং আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।তিনি আরও বলেন, চতুর্থ বারের মত নীলফামারী জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করায় নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সদর)মোস্তফা মন্জুরকে ধন্যবাদ ও আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং জলঢাকা থানার প্রিয় সহকর্মীদের যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার কারনে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছি।তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামবা করেন যেন ভবিয্যতে আরও ভালো কাজের মাধ্যমে জনগনকে কাঙ্খিত সেবা দিতে পারেন।