
বর্তমান খবর.জামালপুর প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে অগ্নিকান্ডে অসহায় একটি হতদরিদ্র কৃষক পরিবাবের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এসময় অগ্নিদ্বগ্ধ হয়ে শেষ সম্বল তিনটি গবাদি পশু মারা গেছে। গত রোববার ভোরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদের মুন্সিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


জানা গেছে,উপজেলার সিরাজাবাদের মুন্সিপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক জুমুর আলী অন্য লোকের জমি বর্গা নিয়ে চাষাবাদ ও ধারদেনা করে তিনটি গবাদি পশু কিনে সংসার চালান। আর তা থেকে যা রোজগার হয় তা দিয়ে একটি টিনের চৌচালা ঘর ও একটি ঘোয়ালঘর নির্মাণ করেন। তা থেকে সংসার ভালোই চলছিল তার।
হঠাৎ করে রোববার ভোরে তার সুখের সংসার আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা পর্যন্ত চেষ্টা করে আগুন নেভায়। ততক্ষণে ঘরে থাকা ধান, চাল, কাপড়, আসবাবপত্রসহ উপার্জনের শেষ সম্বল তিনটি গবাদি পশু পুড়ে মারা যায়। অগ্নিকাÐে প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।